Hon's 3rd year - 2012

ক) নিরীক্ষার গৌণ উদ্দেশ্যসমূহ কি?
= ভুল ও প্রতারণা প্রতিরোধ ও শনাক্তকরন এবং হিসাববিজ্ঞান ও অভ্যন্তরীন নিয়ন্ত্রন ব্যবস্থার দুর্বলতা বিষয় যোগাযোগ।

গ) GAAS - এর পূর্ণ নাম কি?
= Generally Accepted Auditing Standard

ঙ) নিরীক্ষকের প্রত্যয়নপত্র বলতে কি বুঝ?
= কোন বিষয়ের নির্ভুলতা বা সত্যতা সম্পর্কে নিশ্চয়তা প্রদান করে যে পত্র দেওয়া হয় তাকে নিরীক্ষকের প্রত্যয়নপত্র বলে।

চ) জুয়াচুরি বলতে কি বুঝ?
= উদ্দেশ্য প্রণোদিত হয়ে ইচ্ছাকৃতভাবে যদি কারবারের তহবিল বা পণ্য আত্মসাৎ করে বা হিসাবে কারচুপি সংঘিত হয় তখন তাকে জুয়াচুরি বলে।

ঞ) নিরীক্ষকের বিধিবদ্ধ যোগ্যতা কি?
= নিরীক্ষকের বিধিবদ্ধ যোগ্যতা হলো সিএ (CA) লাইসেন্সধারী হিসাববিজ্ঞানী।

ঠ) CPA - এর পূর্ণ নাম কি?
= Certified Public Accountants.

Comments